পাবনায় ঈদগাহ মাঠের বিরোধে সংঘর্ষ, একজনের মৃত্যু ও দুইজন গ্রেপ্তার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাবনায় ঈদগাহ মাঠের বিরোধে সংঘর্ষ, একজনের মৃত্যু ও দুইজন গ্রেপ্তার

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 পাবনায় ঈদগাহ মাঠের বিরোধে সংঘর্ষ, একজনের মৃত্যু ও দুইজন গ্রেপ্তার



নিজস্ব প্রতিবেদক, পাবনা:
পাবনার ফরিদপুর উপজেলায় ঈদগাহ মাঠের পুরনো বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর আহত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

নিহত গাজ্জালী মুন্সি (৫০) ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামের মৃত রমজান মুন্সীর ছেলে। তিনি হাজী গোষ্ঠী পক্ষের লোক ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ফরিদপুরের মধ্য পুংগলী গ্রামে হাজী গোষ্ঠী ও বাদশাহ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। গত বছর ঈদগাহ মাঠে নামাজ আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। সেই পুরনো দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার সকালে আবারও উত্তেজনা দেখা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত গাজ্জালী মুন্সিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোরে তার মৃত্যু হয়।

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিউল আজম বলেন, “সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ মামলা করেছে। কুদরত এ খুদা (৪৫) ও ধলা (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই