গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ:
গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সাকিল আহম্মেদ (২৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বোড়াশী রেল স্টেশনের ম্যানেজার রত্না বৈদ্য।
নিহত সাকিল আহম্মেদ ঢাকা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিম পাড়া গ্রামের কামলে শেখের ছেলে।
বোড়াশী রেল স্টেশনের ম্যানেজার রত্না বৈদ্য জানান, সাকিল কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারা মরদেহের সুরতহাল শেষে পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই