বাগেরহাটে ফাল্গুনী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাগেরহাটে ফাল্গুনী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত



বাগেরহাটে ফাল্গুনী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু



নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটে ফাল্গুনী পরিবহনের একটি বাসচাপায় শামীম তালুকদার (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম বাগেরহাটের শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতিয়ার তালুকদারের ছেলে।

বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ-উল-হাসান জানান, ঢাকা থেকে শরণখোলাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী শামীমকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

কোন মন্তব্য নেই