এ সপ্তাহের রাশিফল (১৮-২৪ অক্টোবর): কোন রাশির ভাগ্যে মিলবে সৌভাগ্য, কার জীবনে আসছে চ্যালেঞ্জ
%20%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%20%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B0%20%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%20%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%87%20%E0%A6%B8%E0%A7%8C%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF,%20%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87%20%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87%20%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C.jpeg)
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
এ সপ্তাহের রাশিফল (১৮-২৪ অক্টোবর): কোন রাশির ভাগ্যে মিলবে সৌভাগ্য, কার জীবনে আসছে চ্যালেঞ্জ
সংবাদ প্রতিবেদন:
জ্যোতিষ বিশ্লেষণ: ড. চিন্ময় চৌধুরী মিথুন | টাইমস এক্সপ্রেস ২৪ ডেস্ক
সাফল্য লাভের জন্য শুধু পরিশ্রম নয়, প্রয়োজন সঠিক কৌশল, ধৈর্য ও সচেতনতা। পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও গ্রহগত অবস্থান বিশ্লেষণ করে এ সপ্তাহে (১৮-২৪ অক্টোবর) বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভাশুভ দিক তুলে ধরেছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।
জেনে নিন, আপনার রাশির ভবিষ্যৎ—
মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল):
আবেগ নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে। পারিবারিক বিষয়ে শান্ত থাকুন। আত্মকেন্দ্রিক ব্যক্তিদের এড়িয়ে চলুন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। ভ্রমণ শুভ। সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম করুন।
বৃষ (২১ এপ্রিল - ২১ মে):
অর্থনৈতিক দিক মজবুত থাকবে, তবে ব্যয় নিয়ন্ত্রণ জরুরি। ধৈর্য ধরে কাজ করলে সাফল্য পাবেন। সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। সুস্বাস্থ্যের জন্য খাদ্যাভ্যাসে সচেতন থাকুন।
মিথুন (২২ মে - ২১ জুন):
আর্থিক যোগাযোগ শুভ। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই আবেগ নিয়ন্ত্রণে রাখুন। ধ্যান-যোগে মানসিক প্রশান্তি মিলবে। দূর ভ্রমণের সম্ভাবনা আছে।
কর্কট (২২ জুন - ২৩ জুলাই):
ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য আসবে। যানবাহন ব্যবহার ও ভ্রমণে সতর্ক থাকুন। প্রিয়জনের সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে পারে। শারীরিক যত্নে সচেতন থাকুন।
সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট):
একাকীত্ব অনুভব করবেন। প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে। কর্মজীবনে উন্নতি হলেও ব্যয়ে নিয়ন্ত্রণ রাখুন। পারিবারিক বিষয়ে নমনীয় হোন।
কন্যা (২৪ আগস্ট - ২৩ সেপ্টেম্বর):
সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। আর্থিক বিষয়ে চাপ থাকলেও পেশায় উন্নতির সম্ভাবনা আছে। যানবাহন ব্যবহারে সাবধান থাকুন। বিদেশযোগ শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর - ২৩ অক্টোবর):
ব্যবসায় লাভবান হবেন। দাম্পত্য জীবনে সুখ আসবে। অতিরিক্ত ব্যয় মানসিক চাপ বাড়াতে পারে। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক রক্ষায় সতর্ক থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর - ২২ নভেম্বর):
আর্থিক ভাগ্য অনুকূলে থাকবে। প্রেম ও রোমাঞ্চ শুভ। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন।
ধনু (২৩ নভেম্বর - ২১ ডিসেম্বর):
মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। প্রিয়জনের কাছ থেকে সহযোগিতা পাবেন। প্রেমে শুভ সময়। ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে চিন্তাশীল হোন।
মকর (২২ ডিসেম্বর - ২০ জানুয়ারি):
পেশাগত সফলতা আসবে। আর্থিক ভাগ্য সহায়ক। প্রেম ও রোমাঞ্চ শুভ। নেতিবাচক চিন্তা পরিহার করুন, ব্যবসায় সতর্কতা বজায় রাখুন।
কুম্ভ (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি):
পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। প্রেমে শুভ সময়। স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা থাকতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক হোন।
মীন (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ):
আর্থিকভাবে সমৃদ্ধ সময়। পেশাগত সাফল্য ও প্রতিযোগিতায় জয় সম্ভব। সহকর্মীর সহযোগিতা পাবেন। রোমান্টিক যোগাযোগে ইতিবাচকতা আসবে।
সারসংক্ষেপ:
এই সপ্তাহে কর্কট, সিংহ ও তুলা রাশির জাতকদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে। অপরদিকে মেষ, মিথুন ও মীন রাশির জন্য সময়টি অত্যন্ত শুভ। জীবনের প্রতিটি সিদ্ধান্তে ভারসাম্য ও ইতিবাচক মনোভাব ধরে রাখুন—এটাই সাফল্যের চাবিকাঠি।
কোন মন্তব্য নেই