বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা, টানা চতুর্থ জয় প্রোটিয়াদের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা, টানা চতুর্থ জয় প্রোটিয়াদের

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা, টানা চতুর্থ জয় প্রোটিয়াদের


 সংবাদ প্রতিবেদন:

কলম্বো, ১৮ অক্টোবর ২০২৫:
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুর্দান্ত আধিপত্য দেখিয়ে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা নারী দল। শুক্রবার (১৭ অক্টোবর) কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে জয় পায় প্রোটিয়ারা। এ নিয়ে চলতি বিশ্বকাপে টানা চতুর্থ ম্যাচে জয় পেল তারা।

এই জয়ে দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বিপরীতে স্বাগতিক শ্রীলঙ্কা এখনো জয়ের দেখা পায়নি; পাঁচ ম্যাচে এটি তাদের তৃতীয় হার।

টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি ৫০ ওভার থেকে কমে আসে ২০ ওভারে। নির্ধারিত ওভারে লঙ্কান নারীরা সংগ্রহ করে ৬ উইকেটে ১০৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন বিষ্মি গুনারত্নে। ইনজুরি থেকে ফিরে তিনি শেষ দিকে দলকে টানার চেষ্টা করলেও বড় সংগ্রহ দাঁড় করানো সম্ভব হয়নি।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন ননকুলুলেকো ম্লাবা। তিনি ৩ উইকেট শিকার করেন। শুরুতে ক্যাভিশা দিলহারি ও হর্ষিথা সমারাবিক্রমাকে পরপর আউট করার পর শেষ ওভারে ফেরান গুনারত্নেকে।

১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস। মাত্র ১২.৫ ওভারে দলকে জয় এনে দেন দুজনেই। উলভার্ট করেন ৫১ রান, আর ব্রিটস শেষ বলে ছক্কা মেরে নিজের ফিফটি পূর্ণ করেন এবং নিশ্চিত করেন দলের দারুণ ১০ উইকেটের জয়।

এই জয়ে দক্ষিণ আফ্রিকা শুধু টানা চতুর্থ জয়ই পেল না, বরং ব্যাট-বল দুই বিভাগেই তাদের আধিপত্য আরও দৃঢ় হলো। আসন্ন পাকিস্তান ম্যাচের আগে এমন আত্মবিশ্বাস তাদের বড় প্রেরণা হয়ে থাকবে।

প্রোটিয়াদের পরবর্তী ম্যাচ ২১ অক্টোবর, একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে শ্রীলঙ্কা ২০ অক্টোবর নবী মুম্বাইয়ে লড়বে বাংলাদেশের বিপক্ষে।

কোন মন্তব্য নেই