বলিউডে পা রাখছেন রাজেশ খান্নার নাতনি নাওমিকা সরন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বলিউডে পা রাখছেন রাজেশ খান্নার নাতনি নাওমিকা সরন

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 বলিউডে পা রাখছেন রাজেশ খান্নার নাতনি নাওমিকা সরন

বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, সকাল ১০:৩১

বলিউডের জনপ্রিয় তারকা রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার নাতনি নাওমিকা সরন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রুপালি পর্দায় এখনো অভিষেক না হলেও ইতোমধ্যেই নিজের গ্ল্যামার ও উপস্থিতির জন্য টিনসেল টাউনে জায়গা করে নিয়েছেন তিনি।

সম্প্রতি ম্যাডক ফিল্মসের আয়োজিত এক গেট-টুগেদারে নানি ডিম্পলের সঙ্গে দেখা যায় নাওমিকাকে। সেই দিন থেকেই নতুন করে আলোচনায় আসে এই স্টার কিড।

রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার দুই কন্যা টুইঙ্কেল খান্না ও রিঙ্কি খান্না। নব্বই দশকের শেষের দিকে বলিউডে অভিনয় শুরু করেন রিঙ্কি। ২০০৩ সালে ব্যবসায়ী সমীর সরনকে বিয়ে করেন তিনি। পরের বছরই জন্ম হয় তাদের কন্যা নাওমিকা সমিরের।

বর্তমানে নাওমিকার বয়স ২১ বছর। মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা শেষ করে এখন তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটির বিখ্যাত টিশক স্কুল অব আর্টসে উচ্চশিক্ষা নিচ্ছেন।

বলিউডে আসছেন খুব শিগগিরই
‘মিড-ডে’ পত্রিকার প্রতিবেদন অনুসারে, বলিউডে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন নাওমিকা সরন। ম্যাডক ফিল্মসের ব্যানারে নাম ঠিক না হওয়া একটি প্রজেক্টে দেখা যাবে তাকে। তার বিপরীতে অভিনয় করবেন উদীয়মান তারকা বেদাং রায়না। যদিও সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি শুটিং শুরু হবে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে এই ছবিতে মুখ্য চরিত্রে ভাবা হয়েছিল অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে। তবে তিনি প্রজেক্ট থেকে সরে যাওয়ায় প্রস্তাবটি যায় বেদাং রায়নার কাছে, যিনি বর্তমানে ইমতিয়াজ আলীর নতুন সিনেমায় কাজ করছেন।

বলিউডে নতুন মুখ হিসেবে নাওমিকার অভিষেকের খবর ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে। রাজেশ খান্না ও ডিম্পলের নাতনি হিসেবে তার প্রতি প্রত্যাশাও আকাশচুম্বী।

কোন মন্তব্য নেই