করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফিতে নগদকে হারিয়ে দুর্দান্ত শুরু ওয়ালটনের

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফিতে নগদকে হারিয়ে দুর্দান্ত শুরু ওয়ালটনের
ক্রীড়া প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ এ দুর্দান্ত সূচনা করেছে ওয়ালটন করপোরেট ফুটবল টিম। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদকে ১-০ গোলে হারিয়েছে তারা।
রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল মাঠে ম্যাচটির একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে। ওয়ালটনের স্ট্রাইকার শুভ করেন সেই গোল এবং ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন তিনি।
এর আগে উদ্বোধনী ম্যাচে ইউনাইটেড হেলথকেয়ারের বিপক্ষে ০-০ গোলে ড্র করে ওয়ালটন। ফলে প্রথম দিন শেষে তারা সংগ্রহ করেছে মোট ৪ পয়েন্ট।
শুক্রবার (২৪ অক্টোবর) একই মাঠে বিকেল ৪টা ৩০ মিনিটে ওয়ালটন মুখোমুখি হবে সিটি ব্যাংক, পাওয়ার গ্রিড বাংলাদেশ ও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের বিপক্ষে।
‘করপোরেট ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫’ আয়োজন করেছে জে কে স্পোর্টস ইভেন্টস। দেশের শীর্ষ করপোরেট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। সেভেন-এ-সাইড এবং ৩০ মিনিটের ফরম্যাটে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে দেওয়া হবে লাখ লাখ টাকার প্রাইজমানি ও আকর্ষণীয় পুরস্কার।
প্রথম দিনের ম্যাচ শেষে ওয়ালটন টিমের অধিনায়ক রবিউল ইসলাম মিলটন বলেন, “আমাদের ছেলেরা চমৎকার খেলেছে। দ্বিতীয় দিন আরও শক্তিশালী পারফরম্যান্স দেখানোর লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামব।”
ওয়ালটন করপোরেট ফুটবল টিমে রয়েছেন— ইরফান সাজ্জাদ, আব্দুল্লাহ আল মামুন, মো. সাজ্জাদ হোসেন, মো. নাহিদ হাসান, আজিজুল ইসলাম, সৌরভ সিংহ, আরিফুল ইসলাম, রায়ান আহমেদ, নাজমুস সাকিব, সাহেল মিয়া, রেজোয়ানুল ইসলাম শাওন, সফিকুল ইসলাম ও ইউনুস আলী।
কোন মন্তব্য নেই