আল্লু অর্জুনের ১১০০ কোটি টাকার সিনেমায় আইটেম গানে পূজা হেগড়ে, পারিশ্রমিক জানলে চমকে যাবেন!

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
আল্লু অর্জুনের ১১০০ কোটি টাকার সিনেমায় আইটেম গানে পূজা হেগড়ে, পারিশ্রমিক জানলে চমকে যাবেন!
বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলি কুমার জুটি বাঁধছেন এক বিশাল বাজেটের সিনেমায়। বহুদিনের গুঞ্জনের পর অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে—‘এএ২২×এ৬’।
এই মেগা প্রজেক্টে ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১০০ কোটি টাকা) বাজেট ধরা হয়েছে। এর মধ্য থেকে ২০০ কোটি রুপি খরচ হবে শুটিংয়ে এবং ২৫০ কোটি রুপি ব্যয় হবে ভিএফএক্স বা ভিজ্যুয়াল ইফেক্টে।
সবচেয়ে আলোচিত বিষয়—এই সিনেমার আইটেম গানে পারফর্ম করছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। ভারতের বিনোদনমাধ্যম সিয়াসাত ডটকমের প্রতিবেদন অনুযায়ী, পূজা হেগড়ে এই গানের জন্য পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৯৫ লাখ টাকা।
পূজা এর আগে আল্লু অর্জুনের সঙ্গে ‘ডিজে: ডুবাডা জগন্নাধাম’ ও ‘আলা ভাইকুন্তাপুরামলো’ সিনেমায় অভিনয় করেছিলেন। তাদের রসায়ন দর্শক-ভক্তদের কাছে ছিল দারুণ জনপ্রিয়। প্রায় পাঁচ বছর পর আবারও এই জুটি একসঙ্গে পর্দায় ফিরছেন, যা ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।
এই সিনেমায় আল্লু অর্জুন অভিনয়ের জন্য পাচ্ছেন ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক, পাশাপাশি সিনেমার ১৫ শতাংশ লাভের অংশীদারও হবেন তিনি। অন্যদিকে, পরিচালক অ্যাটলি কুমার নিচ্ছেন ১০০ কোটি রুপি, যা ভারতীয় পরিচালকদের পারিশ্রমিকের ক্ষেত্রে নতুন রেকর্ড।
গুঞ্জন রয়েছে, সিনেমাটিতে আল্লু অর্জুনকে তিনটি প্রধান চরিত্রে দেখা যাবে। পাশাপাশি থাকছে ছয়টি নারী চরিত্র, যার মধ্যে নিশ্চিতভাবে আছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুর। বাকি দুই চরিত্রে কে থাকবেন, তা এখনো গোপন রাখা হয়েছে।
‘এএ২২×এ৬’ একটি সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা, যেখানে বিশ্বের শীর্ষ টেকনিশিয়ানরা কাজ করছেন। শুরু থেকেই এটি ভারতের সবচেয়ে বড় বাজেটের সিনেমাগুলোর একটি হিসেবে আলোচনায় রয়েছে।
কোন মন্তব্য নেই