ত্বকের দাগছোপ দূর করুন সহজ ঘরোয়া উপায়ে, জানুন আলুর জাদুকরি ব্যবহার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ত্বকের দাগছোপ দূর করুন সহজ ঘরোয়া উপায়ে, জানুন আলুর জাদুকরি ব্যবহার

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 

ত্বকের দাগছোপ দূর করুন সহজ ঘরোয়া উপায়ে, জানুন আলুর জাদুকরি ব্যবহার



লাইফস্টাইল ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

ধুলো-বালি, রোদের তাপ আর দূষণের কারণে মুখের ত্বকে দাগছোপ ও পিগমেন্টেশন দেখা দিতে পারে। অনেক সময় ব্রণের দাগও স্থায়ী হয়ে যায়। তবে ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে ত্বক উজ্জ্বল ও দাগমুক্ত রাখা সম্ভব—আর সেই উপকরণটি হলো আলু

বিশেষজ্ঞদের মতে, আলুতে রয়েছে ক্যাটেকোলেজ নামক একটি এনজাইম, যা ত্বকের কালচে ভাব ও রোদে পোড়াভাব দূর করতে সাহায্য করে। নিয়মিত আলু ব্যবহার করলে মেছতা ও ত্বকের হালকা দাগও হ্রাস পায়।

যেভাবে ব্যবহার করবেন:

১️ খোসা ছাড়ানো আলু মোটা করে টুকরো করে নিন।
২️ এবার পরিষ্কার মুখে আলুর টুকরো চক্রাকারে ঘষুন (অতিরিক্ত জোরে নয়)।
৩️ প্রতিদিন সকালে ও রাতে—দুইবার এই প্রক্রিয়া অনুসরণ করুন।
৪️ইচ্ছা করলে আলুর সঙ্গে অল্প লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন।

এক মাস নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগছোপ দৃশ্যমানভাবে হালকা হবে।

গভীর দাগের জন্য বিশেষ ফেসপ্যাক:

যাদের মুখের দাগ গভীর, তারা দুই টেবিল চামচ মুলতানি মাটি, সমপরিমাণ টক দই ও সামান্য গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করতে পারেন। মুখে লাগিয়ে ১০–১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের প্রদাহ কমায় ও দাগ হালকা করতে সহায়ক।

প্রাকৃতিক এই নিয়মগুলো মেনে চললে ত্বক হবে উজ্জ্বল, দাগছোপমুক্ত ও সতেজ।

কোন মন্তব্য নেই