রাওয়াল-মান্দানার সেঞ্চুরিতে ভারত নারী দল সেমিফাইনালে, বিদায় নিউ জিল্যান্ডের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাওয়াল-মান্দানার সেঞ্চুরিতে ভারত নারী দল সেমিফাইনালে, বিদায় নিউ জিল্যান্ডের

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাওয়াল-মান্দানার সেঞ্চুরিতে ভারত নারী দল সেমিফাইনালে, বিদায় নিউ জিল্যান্ডের


ক্রীড়া ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

নারী বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ভারত। টানা তিন ম্যাচে হারার পর চতুর্থ ম্যাচে যেন আগুনে ঝাঁপ দিলো হারমানপ্রীত কৌরের দল। বৃহস্পতিবার রাতে নবি মুম্বাইয়ে তারা নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকিট।

আগামী শনিবার দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচেই নির্ধারিত হবে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত দেখিয়েছে ভয়ংকর রূপ। ইনিংসের নায়ক দুই ওপেনার — স্মৃতি মান্দানাপ্রতিকা রাওয়াল। দুজনেই করেছেন সেঞ্চুরি। তৃতীয় ব্যাটার হিসেবে জেমিমা রদ্রিগেজ খেলেছেন ঝলমলে ৭৬ রানের অপরাজিত ইনিংস

ফলাফল — ভারতের স্কোরবোর্ডে ঝলমল করছে ৪৯ ওভারে ৩৪০/৩, যা নারী বিশ্বকাপ ইতিহাসে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

তবে বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতিতে নিউ জিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৪ ওভারে ৩২৫ রান। ইতিহাস গড়ার এই চ্যালেঞ্জ নিতে গিয়ে কিউইরা ব্যর্থ হয়। মন্থর ব্যাটিং ও ধারাবাহিক উইকেট পতনে শেষ পর্যন্ত দল থামে ২৭১/৮ রানে।

নিউ জিল্যান্ডের পক্ষে একমাত্র প্রতিরোধ গড়েন ব্রুক হ্যালিডে, যিনি ৮১ বলে ৮৪ রান করেন। কিন্তু দলের বাকিদের ব্যর্থতায় তার ইনিংস বৃথা যায়।

ভারতের পক্ষে বোলিংয়ে শুরুতেই ভয় ধরান রেনুকা সিং, যিনি ইন-ডাকার ডেলিভারিতে সাজঘরে ফেরান জর্জিয়া প্লিমার ও অধিনায়ক সোফি ডিভাইনকে। এরপর স্পিনাররা ম্যাচের রাশ টেনে ধরেন।

রাওয়াল বল হাতেও উজ্জ্বল ছিলেন— তুলে নেন নিজের প্রথম বিশ্বকাপ উইকেট, ফেরান ম্যাডি গ্রিনকে।

তবে আসল আলোচনায় ছিলেন রাওয়াল-মান্দানার ব্যাটিং। ইনিংসের প্রথম ছয় ওভারে মাত্র ১৮ রান তুললেও ধীরে ধীরে তারা জ্বলে ওঠেন। গড়েন ২১২ রানের ওপেনিং জুটি, যা নারী ওয়ানডে ইতিহাসে ভারতের সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড স্পর্শ করে।

মান্দানা ৮৮ বলে তুলে নেন নিজের ১৪তম ওয়ানডে সেঞ্চুরি, আর রাওয়াল ১২২ বলে তার দ্বিতীয় সেঞ্চুরি করেন। শেষ দিকে রদ্রিগেজের ঝড়ো ইনিংসে ভারতের রান ছুঁয়ে ফেলে ৩৪০-এর ঘর।

শেষ দিকে বৃষ্টিতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকলেও তাতে ভারতের দাপট কমেনি। ব্যাটে-বলে নিখুঁত পারফরম্যান্সে দল নিশ্চিত করেছে শেষ চার।

এখন সবার চোখ শনিবারের ম্যাচে—সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে, দক্ষিণ আফ্রিকা না অস্ট্রেলিয়া?

কোন মন্তব্য নেই