নালিতাবাড়িতে নলকূপ খননে গ্যাসের সন্ধান, আতঙ্কে এলাকাবাসী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নালিতাবাড়িতে নলকূপ খননে গ্যাসের সন্ধান, আতঙ্কে এলাকাবাসী

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নালিতাবাড়িতে নলকূপ খননে গ্যাসের সন্ধান, আতঙ্কে এলাকাবাসী


শেরপুর প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪

শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় নলকূপ খননের সময় প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ ওই গ্যাস দিয়ে রান্নাও করছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামে, হোটেল শ্রমিক নূর মোহাম্মদের বাড়িতে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করেছেন এবং আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি যাচাই করছেন।

স্থানীয়রা জানান, গত ১৪ অক্টোবর সকালে মিস্ত্রিরা একটি নলকূপ স্থাপনের জন্য বোরিং শুরু করেন। প্রায় ৫৫ ফুট গভীরে পৌঁছানোর পর পাইপ দিয়ে গ্যাস নির্গত হতে থাকে। পরে আরও দুটি স্থানে ৪০ ফুট গভীর পর্যন্ত খনন করেও একইভাবে গ্যাস পাওয়া যায়। এদের মধ্যে একটি স্থান বন্ধ রাখা হলেও একটি দিয়ে ১০ দিন ধরে নিরবচ্ছিন্নভাবে গ্যাস বের হচ্ছে

বাড়ির মালিক নূর মোহাম্মদ বলেন,

“গ্যাস তো ঝুঁকিপূর্ণ জিনিস। নিচে কত পরিমাণ আছে, সেটা তো বোঝা যায় না। সরকার যদি বিষয়টা পরীক্ষা করে দেখে তাহলে আমরা নিশ্চিন্ত হতে পারতাম। এখন ভয় হয়, কখন কী হয় আল্লাহই জানেন।”

স্থানীয় যুবক শরিফুল ইসলাম বলেন,

“এই গ্যাস সরকারের সম্পদ। পাশের জামালপুর জেলায়ও গ্যাসের খনি পাওয়া গেছে। এখানেও তেমন কিছু থাকতে পারে। সরকার যদি অনুসন্ধান করে, তাহলে বড় ধরনের খনি আবিষ্কার হতে পারে।”

রুপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হযরত বলেন,

“ঘটনার সত্যতা পেয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেছি এবং ভিডিও পাঠিয়েছি। আমরা এখন আতঙ্কে আছি, দ্রুত সরকারি পদক্ষেপ প্রয়োজন।”

নালিতাবাড়ির ইউএনও ফারজানা আক্তার ববি বলেন,

“বিষয়টি আমরা স্থানীয়ভাবে জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কোন মন্তব্য নেই