টেস্ট অধিনায়কত্ব নিতে প্রস্তুত মেহেদী হাসান মিরাজ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টেস্ট অধিনায়কত্ব নিতে প্রস্তুত মেহেদী হাসান মিরাজ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 টেস্ট অধিনায়কত্ব নিতে প্রস্তুত মেহেদী হাসান মিরাজ


ক্রীড়া প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি টেস্ট দলের নেতৃত্ব দিতেও প্রস্তুত। বিসিবি থেকে প্রস্তাব এলে তা ইতিবাচকভাবে বিবেচনা করবেন বলেও জানিয়েছেন এই অলরাউন্ডার।

সম্প্রতি নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে মিরাজকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনে রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যেখানে শান্ত টেস্ট নেতৃত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন। ফলে এখন আলোচনায় মিরাজই অন্যতম সম্ভাব্য অধিনায়ক।

বিসিবি ইতিমধ্যে নতুন টেস্ট অধিনায়ক বাছাইয়ে একটি শর্ট লিস্ট তৈরি করেছে। সেখানে নাম আছে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকলিটন দাসের। বোর্ড খুব শিগগিরই তাদের সঙ্গে বসে টেস্ট ক্রিকেটে প্রত্যেকের ভাবনা, পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে আলোচনা করবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর গতকাল মিরপুরে সাংবাদিকদের মিরাজ বলেন,

“এটা পুরোপুরি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত—তারা কাকে কীভাবে ভাবছে। যেহেতু আমি ওয়ানডে অধিনায়কত্ব করছি, যদি টেস্ট নেতৃত্বের প্রস্তাব আসে, বোর্ডের সঙ্গে আলোচনা করব। তাদের পরিকল্পনা এবং আমার ভাবনা মিললে অবশ্যই দায়িত্ব নিতে রাজি আছি।”

তিনি আরও যোগ করেন,

“যদি দেয়, অবশ্যই করব। তবে এর জন্য একটা পরিকল্পনা থাকতে হবে। দুই পক্ষের মধ্যে বোঝাপড়া এবং মানসিক প্রস্তুতি থাকলে ফল ভালো হবে।”

ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে মিরাজ এরই মধ্যে দুটি টেস্ট ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় ম্যাচে তার অধিনায়কত্বে বাংলাদেশ জয় পায়।

কোন মন্তব্য নেই