টাংগুয়ার হাওরে ঘুরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা: মা-মেয়ের মৃত্যু, আহত ৮ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টাংগুয়ার হাওরে ঘুরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা: মা-মেয়ের মৃত্যু, আহত ৮

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

টাংগুয়ার হাওরে ঘুরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা: মা-মেয়ের মৃত্যু, আহত ৮


সুনামগঞ্জ প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪

সুনামগঞ্জের বিখ্যাত পর্যটনকেন্দ্র টাংগুয়ার হাওরে বেড়াতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার বাঘেরকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। তারা রাজধানী ঢাকায় বসবাস করতেন। মনজুরা আক্তার ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের স্ত্রী

প্রত্যক্ষদর্শী ও জয়কলস হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিসিআইসির ১০ কর্মকর্তা পরিবার নিয়ে সেঁজুতি ট্রাভেলসের একটি এসি বাসে (নম্বর: ১৫-৬০৮২) করে টাংগুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিলেন। ভোরে বাসটি বাঘেরকোনা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে বাসটি সড়কের পাশে খাদে উল্টে যায়।

ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। আহত আটজনকে দ্রুত শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, “আজ সকালে বাঘেরকোনা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থল থেকে দুইটি মরদেহ ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয়েছে।”

পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে এবং বিষয়টি তদন্ত করছে।

কোন মন্তব্য নেই