পার্বতীপুরে বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাহী নির্বাচন সম্পন্ন
পার্বতীপুরে বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাহী নির্বাচন সম্পন্ন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৭ম দ্বিবার্ষিক নির্বাহী নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির কনফারেন্স হল রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে উপ-মহাব্যবস্থাপক (পে-রোল অ্যান্ড বিল) মো. কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে ব্যবস্থাপক (ডিএলও) মো. শাফায়েত আলী মিয়া নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ২১ জন প্রার্থী অংশ নেন এবং ১৫১ জন ভোটার শতভাগ ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবু তালেব ফরাজী ও মহাব্যবস্থাপকবৃন্দ বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির বোর্ড সচিব কে এম রজিবুল আলম।

কোন মন্তব্য নেই