ভেড়ামারায় ব্রাইট ফিউচার মডেল স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন, দোয়া ও সাংস্কৃতিক আয়োজন

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ভেড়ামারায় ব্রাইট ফিউচার মডেল স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন, দোয়া ও সাংস্কৃতিক আয়োজন
ভেড়ামারা (কুষ্টিয়া):
কুষ্টিয়ার ভেড়ামারায় ব্রাইট ফিউচার মডেল স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সামনে নবনির্মিত এই বিদ্যালয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মো. তৌহিদুল ইসলাম আলম।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ইছাহক, বিএনপি নেতা হাজী আনিছুর রহমান, লেখক আসমান আলি এবং স্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে নবনির্মিত স্কুলের ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
কোন মন্তব্য নেই