রাক্ষস’ নয়, এবার ‘বনলতা এক্সপ্রেস’-এ চঞ্চল-রাজের সঙ্গে সাবিলা নূর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাক্ষস’ নয়, এবার ‘বনলতা এক্সপ্রেস’-এ চঞ্চল-রাজের সঙ্গে সাবিলা নূর

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাক্ষস’ নয়, এবার ‘বনলতা এক্সপ্রেস’-এ চঞ্চল-রাজের সঙ্গে সাবিলা নূর



জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর টেলিভিশনের পর এখন নিয়মিত বড় পর্দায় কাজ করছেন। শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পরই নতুন নতুন প্রজেক্টে যুক্ত হচ্ছেন তিনি।

সম্প্রতি শোনা যাচ্ছিল, সাবিলা নূর ‘রাক্ষস’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন। তবে শিডিউল জটিলতার কারণে শেষ পর্যন্ত সেই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। একই সময়ে শুরু হচ্ছে তার আরেকটি বড় বাজেটের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’–এর শুটিং, যেখানে তিনি অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও শরিফুল রাজের সঙ্গে।

জানা গেছে, আগামী ডিসেম্বর মাসে একসঙ্গে দুই সিনেমার শুটিং পড়ায় সমঝোতার মাধ্যমে ‘রাক্ষস’ থেকে সরে আসেন সাবিলা।

এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন,

“তানিম ভাইয়ের সঙ্গে ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে অনেক আগে থেকেই আলোচনা হচ্ছিল। এর মধ্যে ‘রাক্ষস’-এর প্রস্তাব পাই, কিন্তু দুটো সিনেমার শুটিং একসঙ্গে পড়ায় একটিতেই মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। আমি প্রতিটি চরিত্রে নিজেকে সম্পূর্ণভাবে ঢেলে দিতে চাই।”

তানিম নূরের পরিচালনায় তৈরি হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটিতে সাবিলার যুক্ত হওয়া নিয়ে ইতোমধ্যে শোবিজ অঙ্গনে প্রশংসা চলছে। অনেকেই বলছেন, এই সিদ্ধান্ত তার পেশাদারিত্ব ও দায়িত্ববোধের পরিচায়ক।

বর্তমানে সাবিলা নূর বড় পর্দায় নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছেন এবং তার এই সুচিন্তিত সিদ্ধান্ত অনেকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

কোন মন্তব্য নেই