নরসিংদীতে বাসচাপায় অটোরিকশাচালকসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নরসিংদীতে বাসচাপায় অটোরিকশাচালকসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪, নরসিংদী
নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশাচালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া তিনজন হলেন—অটোরিকশাচালক ফাহিম মিয়া (২৮), যাত্রী সাব্বির (২৫) ও সিয়াম (২২)। তারা সবাই নরসিংদীর মাধবদীর রাইনাদি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহন–এর একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী সিয়াম মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকিদের নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে, পরবর্তীতে ফাহিম ঢাকায় নেওয়ার পথে এবং সাব্বির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইটাখোলা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন,
“দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, বিষয়টি তদন্তাধীন।”
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, মহাসড়কের ওই অংশে গতিরোধক না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
কোন মন্তব্য নেই