খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ: সেনাবাহিনীর অভিযানে যুবক গ্রেপ্তার
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ: সেনাবাহিনীর অভিযানে যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে লিটন ত্রিপুরা (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সেনাবাহিনীর সহায়তায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার লিটন ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিক্ষিকা (২৯) এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বন্ধুর সঙ্গে আলুটিলা যাচ্ছিলেন। এসময় লিটন ত্রিপুরা মোটরসাইকেলযোগে তাদের অনুসরণ করে তারেং এলাকায় পথরোধ করে। একপর্যায়ে সে শিক্ষিকাকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালানোর চেষ্টা করে।
ঘটনার সময় শিক্ষিকার সঙ্গে থাকা বন্ধু কৌশলে কাছের সেনা ক্যাম্পে গিয়ে ঘটনাটি জানান। পরে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লিটনকে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করেন।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌফিকুল ইসলাম জানান, “ভুক্তভোগী নারী রাতেই মামলা করেছেন। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই