সৌম্যর এত প্রশংসা করবেন না, নজর লাগবে’—কী বললেন শবনম ফারিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সৌম্যর এত প্রশংসা করবেন না, নজর লাগবে’—কী বললেন শবনম ফারিয়া

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত


সৌম্যর এত প্রশংসা করবেন না, নজর লাগবে’—কী বললেন শবনম ফারিয়া



বিনোদন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আবারও আলোচনায়। এবার জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারকে নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্ট ঘিরেই নেটদুনিয়ায় শুরু হয়েছে হাস্যরসের ঝড়।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন—
সৌম‍্যর এত প্রশংসা করবেন না, নজর লাগবে! জাস্ট ‘ভালো ছিল কিন্তু আরো ভালো করতে হবে।’ খেলা দেখি নাই, হাইলাইটস দেখলাম।

মজার ছলে দেওয়া এই পোস্ট প্রকাশের এক ঘণ্টার মধ্যেই এতে আড়াই হাজারের বেশি রিঅ্যাকশন পড়ে এবং শতাধিক মন্তব্য আসে। অনেকে রসিকতা করে লিখেছেন—“আপনার মন্তব্য ভালো ছিল, কিন্তু আরও ভালো করতে হবে।”

আরেকজন নেটিজেন সাগর লেখেন, “এই জন্যই বাংলাদেশ জিতছে। আপনি এখন থেকে শুধু হাইলাইটস দেখবেন।”
ফারিয়াও হাস্যরসে জবাব দেন—“আমি খেলা দেখাই বন্ধ করে দিসি! বুক ব্যথা করে, মাথা ব্যথা করে টেনশনে! নিজেরটা খেয়ে ওদের খেলা দেখে অসুস্থবোধ করার কোনো মানে হয় না।”

তার এই মন্তব্যের সঙ্গে বহু ভক্ত একমত প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন, ফারিয়ার মতো তারাও টেনশন সহ্য করতে না পেরে সরাসরি খেলা দেখা বন্ধ করেছেন।

ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়া সাম্প্রতিক সময়ে নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় কমিয়ে দিয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয় উপস্থিতি ও বুদ্ধিদীপ্ত মন্তব্যের কারণেই তিনি প্রায়ই ট্রেন্ডিংয়ে উঠে আসেন।


কোন মন্তব্য নেই