স্টেজ শোয়ের আগে কেন ৭ দিন কথা বলা বন্ধ রাখেন রুনা লায়লা? জানালেন কারণ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
স্টেজ শোয়ের আগে কেন ৭ দিন কথা বলা বন্ধ রাখেন রুনা লায়লা? জানালেন কারণ
বিনোদন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা—যিনি ছয় দশক ধরে তার কণ্ঠে মুগ্ধ করে চলেছেন কোটি শ্রোতাকে। কিন্তু অনেকেই জানেন না, প্রতিটি স্টেজ শোয়ের সাত দিন আগে থেকে তিনি কথা বলা বন্ধ করে দেন। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে জানালেন এর কারণ।
রুনা লায়লা বলেন, “আমি ফোকাস করি। স্টেজে যাওয়ার আগে ভাবি—কী ধরনের অডিয়েন্স হবে, তারা আমাকে কীভাবে গ্রহণ করবে, কী গান পছন্দ করবে, আমার এন্ট্রি ও এক্সিট কেমন হবে—এসব নিয়েই সারাক্ষণ চিন্তা করি।”
তিনি আরও বলেন, “এই সময় কেউ কথা বললে আমি ‘হ্যাঁ’ বা ‘না’ ছাড়া উত্তর দিই না। খুব প্রয়োজন না হলে কেউ আমার সঙ্গে কথা বলে না। কারণ আমার পুরো মনোযোগ থাকে পারফরম্যান্স নিয়ে। এখনো মনে হয় যেন প্রথমবার স্টেজে উঠছি।”
রুনা লায়লা জানান, নার্ভাস থাকা আসলে ভালো বিষয়। “আমার গুরুজনরা বলেছেন, ওভার কনফিডেন্স হয়ে গেলে পারফরম্যান্সের মান কমে যায়। কিন্তু টেনশন থাকলে বুঝতে হবে তুমি এখনো উন্নতির চেষ্টা করছো, আরও ভালো কিছু করতে চাও।”
শ্রোতাদের প্রত্যাশা নিয়েও কথা বলেন এই কিংবদন্তি গায়িকা। তার ভাষায়, “এখন মানুষের প্রত্যাশা অনেক বেশি। আগের চেয়ে ভালো করতে হয়। না হলে বলবে, ‘আগেরটা ভালো ছিল।’ তাই আমি সবসময় চেষ্টা করি আগের চেয়ে আরও ভালো গাইতে—অলওয়েজ ট্রায়িং টু ইম্প্রুভ।”
দীর্ঘ সংগীত জীবনে ১৮টি ভাষায় হাজারো গান গেয়েছেন রুনা লায়লা। মাত্র ১২ বছর বয়সে ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘জুগনু’–এর “গুড়িয়া সি মুন্নি মেরি ভাইয়া কি পেয়ারি” গানটির মাধ্যমে গানের জগতে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর থেকে আর থামেননি—একটি গানেই শুরু, তারপর অনবদ্য এক সংগীতযাত্রা, যা এখনো চলছে সাফল্যের সুরে।
কোন মন্তব্য নেই