২২ দিনের অপেক্ষার অবসান: সাগরে নামতে প্রস্তুত জেলেরা, ইলিশ ধরার উৎসবের আমেজ উপকূলে
২২ দিনের অপেক্ষার অবসান: সাগরে নামতে প্রস্তুত জেলেরা, ইলিশ ধরার উৎসবের আমেজ উপকূলে
পটুয়াখালী প্রতিনিধি | টাইমস এক্সপ্রেস ২৪
দীর্ঘ ২২ দিনের অপেক্ষা শেষে আবারও সাগরে নামতে প্রস্তুত উপকূলের জেলেরা। মা ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে। নিষেধাজ্ঞা উঠে গেলে ইলিশসহ নানা প্রজাতির মাছ ধরতে গভীর সাগরে পাড়ি দেবেন জেলেরা।
নিষেধাজ্ঞার সময় মাছ শিকার বন্ধ থাকায় অধিকাংশ জেলে পড়েছেন অর্থকষ্টে। কেউ ধারদেনায় সংসার চালিয়েছেন, কেউবা অন্যের সহায়তায় দিন কাটিয়েছেন। তবে এখন উপকূলজুড়ে বইছে উৎসবের আমেজ। মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি—কেউ ট্রলার রঙ করছেন, কেউ জাল মেরামত করছেন, আবার কেউ খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী তুলছেন ট্রলারে।
মহিপুর এলাকার জেলে আবদুল আজিজ বলেন, “২২ দিন মাছ ধরতে পারিনি, সরকার থেকে মাত্র ২৫ কেজি চাল পেয়েছি, তাও সবাই পায়নি। অনেক ধারদেনা হয়েছে, এবার যদি মাছ পাই তাহলে কিছুটা স্বস্তি ফিরবে।”
একই কথা জানান কলাপাড়ার নীলগঞ্জ এলাকার জেলে সফিক হোসেন। তিনি বলেন, “সব প্রস্তুতি শেষ। অনেক ট্রলার ইতিমধ্যে খাপড়াভাঙ্গা নদীর মোহনায় নোঙর করেছে। শনিবার রাত ১২টা বাজলেই সাগরে জাল ফেলব। আশা করছি এবার ইলিশের জালে ভাগ্য খুলবে।”
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, “জেলায় প্রায় ৬৫ হাজার ইলিশ শিকারি জেলে রয়েছে। নিষেধাজ্ঞা শতভাগ সফল হয়েছে। এখন সাগরে পর্যাপ্ত ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ ধরা পড়বে বলে আশা করছি।”
উপকূলজুড়ে এখন শুধু একটাই প্রতীক্ষা—সাগরের ঢেউয়ের সঙ্গে জেলেদের জালে ঝুলবে রুপালি ইলিশের ঝিকিমিকি।

কোন মন্তব্য নেই