নওগাঁর মান্দায় ভুয়া প্রকল্প দেখিয়ে ৮ লাখ টাকা আত্মসাৎ, অভিযুক্ত উপজেলা প্রকৌশলী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নওগাঁর মান্দায় ভুয়া প্রকল্প দেখিয়ে ৮ লাখ টাকা আত্মসাৎ, অভিযুক্ত উপজেলা প্রকৌশলী

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নওগাঁর মান্দায় ভুয়া প্রকল্প দেখিয়ে ৮ লাখ টাকা আত্মসাৎ, অভিযুক্ত উপজেলা প্রকৌশলী


টাইমস এক্সপ্রেস ২৪ | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১০:২৮ | আপডেট: ১০:৪০

নওগাঁর মান্দা উপজেলায় বার্ষিক উন্নয়ন তহবিল (এডিবি) থেকে দুটি ভুয়া প্রকল্পের নামে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী আবু সায়েদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, কাগজে প্রকল্পের কাজ সম্পন্ন দেখানো হলেও বাস্তবে ওই প্রকল্পগুলোর কোনো অস্তিত্বই নেই।

ভুয়া প্রকল্পের তথ্য

২০২৪–২৫ অর্থবছরে এডিবির আওতায় প্রসাদপুর বাজারের গোলচত্বর সংস্কারে ৫ লাখ এবং পাঁজরভাঙা বাজারে নতুন গোলচত্বর নির্মাণে ৩ লাখ টাকা বরাদ্দ দেখানো হয়। উপজেলা এলজিইডি অফিসের তালিকায় প্রকল্প দুটি যথাক্রমে ৩৪ ও ১৪৫ নম্বরে অন্তর্ভুক্ত রয়েছে।

তবে সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, উভয় স্থানেই কোনো ধরনের উন্নয়নকাজ হয়নি। স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন,

“এখানে কোনো গোলচত্বরই নেই। নির্মাণ তো দূরের কথা, কাজের কোনো চিহ্নও দেখা যায় না।”

প্রশাসনের অবস্থান

উপজেলা এলজিইডি সূত্র জানায়, প্রসাদপুর প্রকল্পটি টেন্ডারের মাধ্যমে এবং পাঁজরভাঙা প্রকল্পটি আরএফকিউ পদ্ধতিতে সম্পন্ন দেখানো হয়েছে। তবে কে এই কাজ বাস্তবায়ন করেছে, সে বিষয়ে কর্মকর্তারা কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি।

অভিযোগের বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন,

“টেন্ডারের পর রেজল্যুশনের মাধ্যমে কাজ পরিবর্তন করা হয়েছে। আমি বর্তমানে ঢাকায় প্রশিক্ষণে আছি, ফিরে বিস্তারিত জানানো হবে।”

এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

 ইউএনওর প্রতিক্রিয়া

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন,

“প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত থাকলে কাজটি বাস্তবায়ন হওয়ার কথা। বিষয়টি আমার জানা ছিল না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কোন মন্তব্য নেই