হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম, কারণ কী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম, কারণ কী


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চট্টগ্রামে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম, ২৫–৩০ টাকা কেজি বৃদ্ধি—জানালেন ব্যবসায়ীরা

টাইমস এক্সপ্রেস ২৪ |  ৭ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে পেঁয়াজের দাম। অক্টোবর মাসে যেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০–৯০ টাকায়, সেখানে নভেম্বরের শুরুতেই দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৫–১২০ টাকায়

ব্যবসায়ীরা বলছেন, দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়া ও আমদানি না থাকায় দাম বেড়েছে। খাতুনগঞ্জের আড়তগুলোতে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে আকার ও মানভেদে ৯২ থেকে ১০০ টাকা কেজি দরে, যা এক মাস আগেও ছিল ৭০–৭৫ টাকার মধ্যে।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিঞা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন,

“বাজারে এখন কোনো আমদানি পেঁয়াজ নেই। দেশি পেঁয়াজ দিয়েই চলছে সরবরাহ। আমদানির অনুমতি পেলে দাম কিছুটা কমতে পারে, নইলে আগাম পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত দাম এমনই থাকতে পারে।”

আমদানি ৯৫ শতাংশ কমেছে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২৫–২৬) জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে পেঁয়াজ এসেছে মাত্র ১৩ হাজার টন, যেখানে গত বছর একই সময়ে আমদানি হয়েছিল ২ লাখ ৪৬ হাজার টন। অর্থাৎ আমদানি কমেছে প্রায় ৯৫%

এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চট্টগ্রামে এ বছর ১০২ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭৯২ টন। আবহাওয়া অনুকূলে থাকলে স্থানীয় উৎপাদন কিছুটা চাপ কমাবে বলে আশা করা হচ্ছে।

ক্রেতাদের ক্ষোভ
চট্টগ্রাম নগরের খুচরা বাজারে ক্রেতারা বলছেন, হঠাৎ এক লাফে ২০–৩০ টাকা দাম বৃদ্ধি অস্বাভাবিক। অনেকে বলছেন, “৫–১০ টাকা পর্যন্ত মানিয়ে নেওয়া যায়, কিন্তু একবারে ৩০ টাকা বাড়া কষ্টকর।”

চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আহসান খালেদ বলেন,

“এ বছর কৃষকেরা কিছুটা লাভবান হয়েছেন। ডিসেম্বর থেকে আগাম মুড়িকাটা পেঁয়াজ বাজারে এলেই দাম আবার কমে যাবে।” 

কোন মন্তব্য নেই