জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ জাহানারার, তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ জাহানারার, তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ জাহানারার, তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি

টাইমস এক্সপ্রেস ২৪ | ৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির শিকার হয়েছেন—এমন অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাঁকে যৌনভাবে হেনস্তা করেছিলেন।

জাহানারার অভিযোগ, শুধু তাই নয়, তাঁর ক্রিকেট ক্যারিয়ার “ধ্বংস করে দেওয়ার পেছনে” জাতীয় দলের কিছু কোচিং স্টাফ ও ক্রিকেটারের ভূমিকা ছিল। তিনি দাবি করেন, বিষয়টি বিসিবিকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিষয়টি তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়,

“সব খেলোয়াড় ও কর্মীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অভিযোগগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় জাহানারার পাশে থাকার আশ্বাস দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটি বলেছে,

“এ ঘটনায় কোনো আশ্বাস বা দীর্ঘসূত্রতা আমরা দেখতে চাই না। দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।”

উল্লেখ্য, জাহানারা আলম ২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর দীর্ঘ সময় নারী দলের নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বর মাসে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের হয়ে খেলেছেন তিনি। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

কোন মন্তব্য নেই