ইলন মাস্ক মঞ্চে নাচলেন, সঙ্গী হলো রোবট
রোবটের সঙ্গে মঞ্চে নেচে উদ্যাপন করলেন ইলন মাস্ক, পেলেন এক ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজ
টাইমস এক্সপ্রেস ২৪ | ৭ নভেম্বর ২০২৫
ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে, যেখানে টেসলার বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীরা ভোটের মাধ্যমে মাস্কের জন্য নতুন বেতন প্যাকেজ অনুমোদন করেন। অনুমোদনের পর মঞ্চে উঠে মাস্ক উল্লাসে নাচতে শুরু করেন। পাশে থাকা মানবসদৃশ টেসলা রোবটটিও তাঁর নাচের ভঙ্গি অনুকরণ করে নাচতে থাকে, যা মুহূর্তেই ভাইরাল হয়।
মাস্ক হাসতে হাসতে বলেন,
“অন্য কোম্পানির শেয়ারহোল্ডার মিটিং একঘেয়ে, কিন্তু টেসলারটা একদমই আলাদা। দেখুন না, এটা কত দারুণ!”
নতুন বেতন প্যাকেজ অনুযায়ী, আগামী ১০ বছরে মাস্ক ধাপে ধাপে টেসলার শেয়ারের মাধ্যমে প্রায় ১ ট্রিলিয়ন ডলার পাবেন, তবে এর জন্য তাঁকে কিছু যুগান্তকারী লক্ষ্য অর্জন করতে হবে—
-
২ কোটি বৈদ্যুতিক গাড়ি সরবরাহ,
-
১০ লাখ রোবোট্যাক্সি চালু,
-
১০ লাখ মানবসদৃশ রোবট বিক্রি,
-
এবং ৪০ হাজার কোটি ডলারের নিট মুনাফা অর্জন।
বিনিয়োগকারীরা বিশ্বাস করেন, এই প্যাকেজ টেসলার ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে, কারণ মাস্ককে বেতন পাওয়ার জন্য নির্ধারিত এই লক্ষ্যগুলো পূরণ করতেই হবে।
টেসলার বাজারমূল্য বর্তমানে প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি ডলার। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে তা ৮ লাখ ৫০ হাজার কোটি ডলারে উন্নীত হতে পারে।
মাস্ক বলেছেন,
“টেসলা এখন শুধু গাড়ি নয়, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন যুগে প্রবেশ করছে।”
কোন মন্তব্য নেই