টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল আলোচিত দুই ম্যাচের টেস্ট সিরিজ অবশেষে শুরু হলো। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুই বড় টাইগার তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ক্যারিয়ারের ৫০তম টেস্ট এটি। বাংলাদেশের 'হোম অব ক্রিকেট' এ এই প্রথমবার খেলছে অস্ট্রেলিয়া।
দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৭ বছরে মাত্র ৪বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে এবং দ্বিতীয়বার বাংলাদেশের মাটিতে ২ ম্যাচের সিরিজ দুটি হয়েছিল। গত ১১ বছরে দুই দলেরই একাধিক ক্রিকেট প্রজন্ম অবসরে গেছে। অজিদের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় হোম সিরিজ।  
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, নাসির হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম।

কোন মন্তব্য নেই