মাংসের চপ
কুরবানি ঈদ হওয়া খুব বেশি দিন হয়নি, ফ্রিজে মাংস রয়ে গেছে, তাই বিকেলে ঝটপট মজাদার নাশতা তৈরি করার জন্য মাংসের চপ রেসিপিটি দেখে নিই।
উপকরন :
গরুর মাংসের কিমা ২কাপ,
পিয়াজ কুচি ২ টেবিল চামচ,
কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ,
লবন পরিমাণ মতো,
ময়দা ২ টেবিল চামচ,
তেল ভাজার জন্য পরিমাণ মতো,
ধনিয়া/পুদিনা পাতা ১ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী :
তেল ছাড়া সব উপকরন একসাথে মাখাতে হবে । ২০-২৫ মি. ফ্রিজে রেখে দিতে হবে । তারপর ডুবা তেলে কম আঁচে ভাঁজতে হবে । যখন একটু কালো রং হবে তখন ভাজা হয়ে গেছে ।এবার টমেটো এবং শশা দিয়ে গারনিশ করে নিতে পারেন এবং চপের সাথে টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।
কোন মন্তব্য নেই