ডিম পাউরুটি
হঠাত খুধা লাগলে বা হঠাৎ করে অতিথি চলে এলে বেশ চিন্তা হয় নাস্তা বানানো নিয়ে। হাতে সময় কম আবার নাস্তা হওয়া চাই মুখরোচক। ঠিক এমন সময়ে হাতের কাছে থাকা উপাদান দিয়েই তৈরি করা সম্ভব মজাদার একটি রেসিপি। আসুন শিখে নিই ঝটপট মুখরুচি ডিম পাউরুটি বানানোর সহজ রেসিপি।
উপকরণ ঃ
ডিম ১ টি,
পাউরুটি ২ টুকরা,
পেঁয়াজকুচি ১ টেবিল চামচ,
কাঁচামরিচকুচি ২ চা চামচ,
দুধ ১ টেবিল চামচ,
লবণ স্বাদমতো,
চিনি সামান্য,
তেল প্রয়োজন মতো।
প্রস্তুত প্রনালি ঃ
তেল আর পাউরুটি ছাড়া সব উপকরণ বাটিতে নিয়ে ভালোকরে মিশিয়ে নিন। এবার একটি প্যানে ১ টেবিল চামচ তেল গরম করুন। এবার মিশ্রণে ডুবিয়ে সাবধানে তা গরম তেলে ভেজে নিন। আধা মিনিটেই সুন্দর বাদামী রঙ চলে আসবে। তারপর অপর পাশ উল্টিয়ে বাদামী রঙ আসা পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুতে জড়িয়ে নিন। একইভাবে সবগুলো ভাজা হয়ে গেলে পছন্দের সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার ডিম পাউরুটি।
কোন মন্তব্য নেই