আল্লাহ আজ আমাদের বাঁচিয়ে দিলেন : মুশফিক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা আজ শুক্রবার জুমার নামাজ পড়তে গিয়ে ক্রিকেটাররা সাক্ষী হলেন সন্ত্রাসী হামলার। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের সে হামলায় বাংলাদেশ দলের সবাই বেঁচে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রিকেটার মুশফিকুর রহিম।
সেন্ট্রাল ক্রাইস্টচার্চের মসজিদ আল নুরে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন অন্তত ৯ জন মানুষ। কাছাকাছি একটি বোমাও পাওয়া গেছে। সে সময় দিনের অনুশীলন শেষ করে জুমার নামাজ আদায় করতে ঐ মসজিদেই যাচ্ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
Alhamdulillah Allah save us today while shooting in Christchurch in the mosque...we r extremely lucky...never want to see this things happen again....pray for us— Mushfiqur Rahim (@mushfiqur15) March 15, 2019
হামলার সময় মসজিদে প্রবেশ করতে গেলে স্থানীয় এক নারীর কাছ থেকে হামলার কথা শুনতে পেয়ে দ্রুততার সঙ্গে স্থান ত্যাগ করেন তামিম-মিরাজরা। প্রথম হাগলি ওভাল স্টেডিয়ামের ড্রেসিংরুমে এবং পরে নিরাপদে টিম হোটেলে চলে যান তারা।
মুশফিকুর রহিম টুইট করেছেন, ‘আলহামদুলিল্লাহ্! ক্রাইস্টচার্চে হামলার ঘটনা থেকে আল্লাহ আজ আমাদের বাঁচিয়ে দিলেন। আমরা অনেক বেশি ভাগ্যবান। কখনোই এমন ঘটনার সম্মুখীন হতে চাই না। আমাদের জন্য দোয়া করবেন।’
কোন মন্তব্য নেই