নিউজিল্যান্ডে হামলার গুরুত্বপূর্ণ ১০ তথ্য - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নিউজিল্যান্ডে হামলার গুরুত্বপূর্ণ ১০ তথ্য



নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪০ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। ওই হামলার ‍গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক সঙ্গে তুলে ধরা হলো।

১. ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলা চালায় কমপক্ষে চার বন্দুকধারী।

২. এই হামলায় হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া না গেলেও ৪০ জনের মৃত্যু এবং ২৭ জনের আহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে।

৩. এই ঘটনার পর চারজনকে আটক করা হয়েছে। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

৪. ক্রাইস্টচার্চে সাধারণ মানুষকে বের হতে নিষেধ করা হয়েছে।

৫. এক বন্দুকধারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং তিনি অস্ট্রেলিয়ার নাগরিক বলে জানা গেছে।


৬. হামলাকারী ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন। তবে দেশটির পুলিশ চেষ্টা করছে সব ভিডিওগুলো সরিয়ে ফেলার। 

৭. এই হামলার ঘটনাকে দেশটির প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের অন্ধকারতম দিনগুলোর মধ্যে একটি বলে উল্লেখ করেছেন।

৮. পুলিশ কমিশনার মাইক বুশ স্থানীয় মুসলমানদের আজ রাত পর্যন্ত মসজিদে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।



৯. এ ঘটনার পর দেশটির সকল স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।

১০. এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে, দুম দুম করে গুলির শব্দ হচ্ছিল এবং তিনি কমপক্ষে ৫০ বার এই শব্দ শুনেছেন।

কোন মন্তব্য নেই