সাড়ে তিন হাজার কর্মী নিয়োগ দেবে এমিরেটস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাড়ে তিন হাজার কর্মী নিয়োগ দেবে এমিরেটস


আগামী ছয় মাসে তিন হাজার কেবিন ক্রু ও ৫০০ বিমানবন্দর পরিষেবা কর্মী নিয়োগ দেবে এমিরেটস। ক্রমবর্ধমান ভ্রমণ চাহিদার সঙ্গে সংগতি রেখে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করবে বিশ্বের সবচেয়ে বড় দূরপাল্লার এয়ারলাইনসটি। খবর দ্য ন্যাশনাল।


দুবাইভিত্তিক উড়োজাহাজ পরিবহন সংস্থাটি জানিয়েছে, উভয় চাকরিই বন্ধুত্বপূর্ণ, উদ্যমী ও পরিষেবাভিত্তিক মানুষের জন্য এমিরেটসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিশ্বের সঙ্গে যোগাযোগের একটি উত্তেজনাপূর্ণ সুযোগ করে দেবে।


কভিড-১৯ মহামারীতে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে এয়ারলাইনসগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশ্বের অন্যান্য বড় এয়ারলাইনসের মতো এমিরেটসও কর্মীদের মজুরি কমানো, কর্মী ছাঁটাই ও কেবিন ক্রুদের স্বেচ্ছায় অবৈতনিক ছুটি দেয়ার মাধ্যমে ব্যয় কমানো ও নগদ সংরক্ষণের পদক্ষেপ নিয়েছিল।


বর্তমানে কভিড-১৯ প্রতিরোধী টিকাদান কার্যক্রমের মাধ্যমে এখন বিশ্বজুড়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করছে। শিথিল করা হচ্ছে কভিডজনিত বিধিনিষেধ। পাশাপাশি বাড়ছে ভ্রমণের চাহিদা। এ পরিস্থিতি উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোকে আশা দেখাচ্ছে। ধীরে ধীরে কার্যক্রম পুনরুদ্ধার করছে সংস্থাগুলো।

কোন মন্তব্য নেই