সাড়ে তিন হাজার কর্মী নিয়োগ দেবে এমিরেটস
দুবাইভিত্তিক উড়োজাহাজ পরিবহন সংস্থাটি জানিয়েছে, উভয় চাকরিই বন্ধুত্বপূর্ণ, উদ্যমী ও পরিষেবাভিত্তিক মানুষের জন্য এমিরেটসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিশ্বের সঙ্গে যোগাযোগের একটি উত্তেজনাপূর্ণ সুযোগ করে দেবে।
কভিড-১৯ মহামারীতে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে এয়ারলাইনসগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশ্বের অন্যান্য বড় এয়ারলাইনসের মতো এমিরেটসও কর্মীদের মজুরি কমানো, কর্মী ছাঁটাই ও কেবিন ক্রুদের স্বেচ্ছায় অবৈতনিক ছুটি দেয়ার মাধ্যমে ব্যয় কমানো ও নগদ সংরক্ষণের পদক্ষেপ নিয়েছিল।
বর্তমানে কভিড-১৯ প্রতিরোধী টিকাদান কার্যক্রমের মাধ্যমে এখন বিশ্বজুড়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করছে। শিথিল করা হচ্ছে কভিডজনিত বিধিনিষেধ। পাশাপাশি বাড়ছে ভ্রমণের চাহিদা। এ পরিস্থিতি উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোকে আশা দেখাচ্ছে। ধীরে ধীরে কার্যক্রম পুনরুদ্ধার করছে সংস্থাগুলো।

কোন মন্তব্য নেই