ঋণে জর্জরিত দেশে দ্রুত সহায়তার আহ্বান আইএমএফের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঋণে জর্জরিত দেশে দ্রুত সহায়তার আহ্বান আইএমএফের


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা তুলনামূলক শক্তিশালী অবস্থানে থাকা অর্থনীতিকে দুর্বল দেশগুলোর জন্য সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে যে দেশগুলো ঋণসংক্রান্ত যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, তাদের সাহায্য করা উচিত বলে জানান তিনি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে। 


গতকাল আইএমএফ প্রধান বলেন, ‘‌উচ্চ সুদহার ও মুদ্রার অবমূল্যায়নের পটভূমিতে এ ধরনের সহায়তা বিশেষ গুরুত্বপূর্ণ। এশিয়ার বোও ফোরামে জর্জিয়েভা আরো বলেন, এ দেশগুলোয় ঋণবিষয়ক বন্দোবস্ত ঘিরে আমাদের দ্রুত ও জরুরি কার্যকর একটি বৈশ্বিক ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। যার মাধ্যমে ঋণদাতা ও গ্রহীতা উভয়ই উল্লেখযোগ্য হারে উপকৃত হবে। এমন উদ্যোগ গ্রহণের স্বার্থকতা বৈশ্বিক পটভূমি ঘিরে বিদ্যমান অনিশ্চয়তার একটি বড় অংশকে অপসারিত করবে।’ 


কমন ফ্রেমওয়ার্ক প্রগ্রামে চীনের অংশগ্রহণ ও নতুন বৈশ্বিক সার্বভৌম ঋণবিষয়ক বৈঠকে চীনের অংশগ্রহণকে স্বাগত জানায় আইএফএফ। আরো বেশি লোকের কাছে বিশ্বায়নের সুফল পৌঁছে দিতে ও ন্যায়সঙ্গত উপায়ে আন্তর্জাতিক বাণিজ্যকে পুনরুজ্জীবিত করতে অর্থনৈতিক যুক্তির ওপর ভিত্তি করে সরবরাহ চেইন ব্যবস্থার বৈচিত্র্যকরণে দেশগুলোকে একসঙ্গে কাজ করার কথা বলেন তিনি। 


আইএমএফের গবেষণার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‌সমন্বিত অঞ্চল হিসেবে বিভাজনের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এশিয়া। কভিড-১৯ মহামারীর প্রভাবের প্রসঙ্গ টেনে বলেন, সরকারগুলোকে নিজ দেশের সবচেয়ে দরিদ্র লোকগুলোকে সুরক্ষা দিতে হবে, যারা খাদ্য ও জীবনযাত্রায় ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে।’

কোন মন্তব্য নেই