ক্যাশবিহীন ও নিরাপদ লেনদেনে সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ক্যাশবিহীন ও নিরাপদ লেনদেনে সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড


সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের সুবিধা



ক্যাশবিহীন ও নিরাপদ: এ পরিষেবায় অন্তর্ভুক্ত গ্রাহকরা মুক্তি পাচ্ছেন ক্যাশ নিয়ে ঘোরার ঝামেলা থেকে। ফলে সুরক্ষিত থাকতে পারবেন যেকোনো অপ্রত্যাশিত মুহূর্তে।


ডিজিটাল পেমেন্ট: ক্রেডিট কার্ডের গ্রাহকরা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল উপায়ে পেমেন্ট করার সুবিধা পাবেন।


রিভলভিং ক্রেডিট: কিছু ক্রয় করতে গিয়ে গ্রাহককে থমকে যেতে হবে না। এ পরিষেবায় সবসময়ই থাকবে ক্রেডিট।


ক্রয়ক্ষমতা: এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা পেতে পারেন বাড়তি ক্রয়ক্ষমতা।


সুদ থেকে মুক্তি: নির্ধারিত দিনের আগে গ্রাহক সম্পূর্ণ বকেয়া পরিশোধ করে ক্রেডিট কার্ডের কেনাকাটায় সুদমুক্ত থাকতে পারবেন।


বাই ওয়ান গেট ওয়ান অফার: এ পরিষেবার মাধ্যমে বাই ওয়ান গেট ওয়ান ব্যুফে অফার রয়েছে দেশের সব প্রথম সারির রেস্টুরেন্টে।


সময়: কার্ডধারী কোনো রকম বাড়তি সুদ ব্যতিরেকে বকেয়া পরিশোধের জন্য ৪৫ দিন সময় পাবেন।


ইএমআই (ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট): কার্ডধারী কোনো বড় আকারের ক্রয় করলে, সে বকেয়া পরবর্তী সময়ে মাসিক কিস্তির ভিত্তিতেও পরিশোধের সুযোগ থাকবে। সিটি ব্যাংকে সুদবিহীন মাসিক কিস্তিতে ঋণ পরিশোধের সুবিধাও রয়েছে।


অটো ডেবিট: ক্রেডিট কার্ডে পেমেন্টের জন্য অটো ডেবিট সবচেয়ে সুবিধাজনক। এর মাধ্যমে কার্ডহোল্ডার ব্যাংকের সঙ্গে কথা বলে বিল পরিশোধ করতে যেকোন ব্যাংক অ্যাকাউন্টকে যুক্ত করতে পারেন। 


বিল ও টিউশন ফি পেমেন্ট: কার্ডধারী তার ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতি মাসের বিভিন্ন বিল ও টিউশন ফি পরিশোধ করার সুযোগ পাবেন। 


সাবস্ক্রিপশন ফি: ইন্টারনেটের বিভিন্ন বিনোদন পরিষেবা, জার্নাল ও সংবাদপত্র সাবস্ক্রিপশনের ফি পরিশোধের সুযোগ থাকবে কার্ডধারীর জন্য।


এমএফএস: ক্রেডিট কার্ড ব্যবহারকারীর জন্য দারুণ এক পরিষেবা হলো বিভিন্ন এমএফএস ওয়ালেটে মানি অ্যাড করার সুযোগ।


কার্ড চেক: বাসা ভাড়া দেওয়ার মতো কিছু ক্ষেত্রে ক্রেডিট কার্ড সরাসরি ব্যবহার করা যায় না, সেসব ক্ষেত্রে ক্রেডিট কার্ডের বিপরীতে চেক ইস্যু তরে নিতে পারবেন কার্ড ব্যাবহারকারীরা।


বি১জি১ অফার: এ পরিষেবার মধ্যেই বাই ওয়ান, গেট ওয়ান ব্যুফে অফার রয়েছে দেশের প্রথম সারির রেস্টুরেন্টে।


লয়ালটি: ক্রেডিট কার্ডের মাধ্যমে হওয়া প্রতিটি লেনদেনে যুক্ত হবে রিওয়ার্ড পয়েন্ট । পয়েন্টগুলো পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের কেনাকাটা, ফি  ও চার্জ পরিশোধে ব্যবহার করা যাবে অনায়াসে। 


লাউঞ্জ অ্যাকসেস: নির্ধারিত কিছু কার্ডধারীর জন্য থাকবে দেশীয় ও আন্তর্জাতিক এয়ারপোর্ট লাউঞ্জে অ্যাকসেস সুবিধা।


সেভিংস ও ক্যাশব্যাক: কার্ডের গ্রাহকরা নির্দিষ্ট আউটলেটে কেনাকাটা করে বছরব্যাপী সেভিংস ও ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন।


রমজান ও ঈদুল ফিতরের জন্য যেসব অফার দিচ্ছে সিটি ব্যাংক



১. রিটেইল পার্টনার্স


     ক. লাইফস্টাইল পার্টনার্স: ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে তিন শতাধিক পার্টনার 


   খ. জুয়েলারি পার্টনার্স: ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে পঞ্চাশের অধিক পার্টনার


২. ডাইনিং


     ক. ডাইনিং সেভিংস পার্টনার্স: শতাধিক পার্টনার ছাড় দিচ্ছে ৩৫ শতাংশ পর্যন্ত


     খ. কমপ্লিমেন্টরি কম্পেনিয়ন ব্যুফে: ত্রিশের অধিক পার্টনার ইফতার ও ডিনার দিচ্ছে এ অফার


৩. ট্রাভেল: উড়োজাহাজের টিকিট ও হোটেল ভাড়া


     ক. দশের অধিক পার্টনার দিচ্ছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়


৪. অনলাইন


     ক. লাইফস্টাইল পার্টনার্স: ত্রিশের বেশি পার্টনার দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়


     খ. গ্রোসারি ও ফুড ডেলিভারি: পাঁচের বেশি পার্টনার দিচ্ছে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়


     গ. ডোনেশন: ১৫ পার্টনার দিচ্ছে ডোনেশন সুবিধা


৫. ফ্লেক্সিবাই পার্টনার্স: (কিস্তিতে পরিশোধ)


     ক. দেড় হাজারের বেশি ফ্লেক্সিবাই পার্টনার্স


৬.কাস্টমার ক্যাম্পেইন: রমজানজুড়ে আরো বিভিন্ন পরিষেবায় যুক্ত করা হবে গ্রাহকদের। খরচের উপর ভিত্তি করে গ্রাহকরা পাবেন আকর্ষণীয় সব গিফট ভাউচার। 


কোন মন্তব্য নেই