সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করবে সরকার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করবে সরকার




প্রতিটি উপজেলায় একটি করে সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে স্থানীয় সরকার বিভাগ ও ধর্ম মন্ত্রণালয়। আজ সকালে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

৬ হাজার কোটি টাকার এই প্রকল্পের জেলা পর্যায়ে ৪ তলা ও উপজেলা পর্যায়ে ৩ তলা ভবন নির্মাণ করা হবে। এতে ৫৬০টি মসজিদ কমপ্লেক্সে এক সাথে চার লাখ মুসল্লী নামাজ আদায় করতে পারবে।

ধর্মমন্ত্রী বলেন, সরকারি সহায়তায় একসাথে এতো মসজিদ নির্মাণ এই প্রথম। ইসলামের ইতিহাসেও রেকর্ড। তিনি আরও জানান, প্রথমে সৌদি সরকার আর্থিক সহায়তার আশ্বাস দিলেও এখন সম্পূর্ণ সরকারি টাকায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।


কোন মন্তব্য নেই