চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কবাস-মাইক্রোবাস সংঘর্ষ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কবাস-মাইক্রোবাস সংঘর্ষ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভেলুয়াড় দিঘীর পাড় এলাকায় সৌদিয়া পরিবহন ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।



রোববার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদেরও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে স্থানীয়রা জানান।

চমেক হাসপাতালের সকালের ডিউটি অফিসার এএসআই শীলব্রত বড়ুয়া জানান, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আটজনকে হাসপাতালে আনা হয়েছে। তার মধ্যে দুইজনের অবস্থা খুবই গুরুতর। তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


কোন মন্তব্য নেই