আশুলিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, আটক ৪
সাভারের আশুলিয়ায় স্বামীকে বেঁধে রেখে নির্জন বাঁশঝাড়ে নিয়ে স্ত্রীকে গণধর্ষণ করেছে সন্ত্রাসীরা। আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাসা ভাড়া খুঁজতে গিয়ে এ গণধর্ষণের শিকার হন গৃহবধূ। এঘটনায় চার ধর্ষককে আটক করেছে পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। এছাড়া গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত সোমবার গভীর রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। আটককৃতরা হলো- কাঠগড়া (উত্তরপাড়া) এলাকার সোহরাব শিকদারের ছেলে নূর মোহাম্মদ পলাশ (২১), সাহাবুদ্দীন-এর ছেলে মো. সুজন শিকদার (২০) ও হাজী আ. সাত্তারের ছেলে মো. ফেরদৌস (২৫)। অপর ধর্ষক ধামরাই থানার জাঙ্গালিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী’র ছেলে কবির হোসেন (৩০)।
তবে এ ঘটনায় অভিযুক্ত আ. রাজ্জাক (৩০) নামে আরো একজন পলাতক রয়েছেন। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় কাঠগড়া এলাকায় স্বামীকে নিয়ে ভাড়া বাসা খুঁজতে যায়। তাদের একা পেয়ে বখাটেরা গতিরোধ করে। পরে তার স্বামীকে বেঁধে রেখে বাঁশঝাড়ে স্ত্রীকে নিয়ে ধর্ষণ করে ৫ বখাটে। এঘটনায় অভিযোগ পেয়ে রাতেই আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে ৪ জনকে আটক করে পুলিশ। এব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। এঘটনায় মামলা দায়েরের পর দুপুরে আটকদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই