ফাইনালে পেনাল্টি মিসে ফ্রান্সে বর্ণবাদী মন্তব্যের শিকার দুই ফুটবলার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফাইনালে পেনাল্টি মিসে ফ্রান্সে বর্ণবাদী মন্তব্যের শিকার দুই ফুটবলার


বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টি মিস করায় বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন ফ্রান্সের কিংসলে কোম্যান ও অরেলিয়ান চোয়ামেনি। এ ঘটনার নিন্দা জানিয়ে একটি টুইট করেছে কোম্যানের ক্লাব বায়ার্ন মিউনিখ। 


জার্মান ক্লাবটি তাদের টুইটবার্তায় বলেছে, বায়ার্ন কিংসলে কোমানকে নিয়ে করা বর্ণবাদী মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। খবর বিবিসি। 


২৬ বছর বয়সী ফুটবলারকে ‘কিং’ সম্বোধন করে ক্লাবটি বলেছে, বায়ার্ন পরিবার তোমার সঙ্গে রয়েছে। ক্রীড়াবিশ্বসহ সমাজের কোথাও বর্ণবাদের জায়গা নেই। 


গত ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে পরাজিত হয় ফ্রান্স। খেলার পরই অনলাইনে বর্ণবাদী মন্তব্যের শিকার হন তারা।


এর আগে ২০২০ সালে ইউরো কাপের ফাইনালে ইতালির কাছে পরাজিত হওয়ার পর ইংল্যান্ডের মার্কাস রাশফোর্ড, জাডন সানচো এবং বুকায়ো সাকাকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ উঠেছিল।

কোন মন্তব্য নেই