চ্যাম্পিয়ন হয়েও দুইয়ে আর্জেন্টিনা, শীর্ষে ব্রাজিল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চ্যাম্পিয়ন হয়েও দুইয়ে আর্জেন্টিনা, শীর্ষে ব্রাজিল


দীর্ঘ ৩৬ বছর পর ট্রফি খরা ঘুচেছে আর্জেন্টিনার। তার পরেও র‌্যাংকিংয়ের শীর্ষ আসনটা তারা দখলে নিতে পারেনি। কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়া পাঁচ বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দল এখনও সেই আসনটা দখলে রাখতে পেরেছে।


ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে দেখা গিয়েছে, ব্রাজিলের পর এক ধাপ এগিয়ে আর্জেন্টিনা দুই নম্বরে আর ফ্রান্স তিনে অবস্থান করছে। বেলজিয়াম দুই ধাপ পেছনে গিয়ে চারে অবস্থান করছে। পাঁচে অবস্থান করছে ইংল্যান্ড। দুই ধাপ এগিয়ে নেদারল্যান্ডস আছে ছয় নম্বরে।


ফিফা সবশেষ র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার দুই নম্বরে অবস্থান নিয়ে দেশটির সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রয়া দেখা দিয়েছে। তবে ফিফা বলছে, পয়েন্টের ভিত্তিতে ফিফার র‌্যাংকিং করা হয়। আর নির্ধারিত সময়ের চেয়ে শুটআউটে জিতলে পয়েন্ট বেশি আসে না। আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচটা ১২০ মিনিটে শেষ হলে তখন বিজয়ী দলের শীর্ষ স্থানটা দখলে নেয়ার সুযোগ থাকতো। সেটা আর্জেন্টিনা-ফ্রান্স দুই দলের জন্যই প্রযোজ্য। কিন্তু শুটআউটে খেলা গড়ানোয় তখন এটা নিশ্চিত হয়ে যায় যে, ব্রাজিলকে আর শীর্ষস্থান থেকে সরানো যাচ্ছে না।  


র‌্যাংকিংয়ের শীর্ষ দশ দলের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা ছাড়া বাকী দলগুলো যথাক্রমে  ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল এবং স্পেন।   

কোন মন্তব্য নেই