বিবিসির বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব লিওনেল মেসি
৩৫ বছর বয়সী মেসি কাতার বিশ্বকাপে ৭ গোল করে গোল্ডেন বল জিতে নিলেন। ৩৬ বছর পর আর্জেন্টিনার এই প্রাপ্তিতে তার ভূমিকা ছিল অনন্য। যেন উঠতি যুবাদের নিয়ে গঠিত দলকে একাই বয়ে আনলেন এতটা পথ। ৭টি ব্যালন ডি'অর, চারটি চ্যাম্পিয়ন লিগ, একটি কোপা আমেরিকা ও ১০ টি লা লিগা পদক জেতা মেসির কাছে শেষ পর্যন্ত অধরা থাকল না বিশ্বকাপ।
ক্যারিয়ারে ৭৯৩ টি গোল নিয়ে সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় লিখিয়েছেন নাম। রবিবার শিরোপা হাতে নিয়েই নিজের অনুভূতি প্রকাশ করেন এই পিএসজি তারকা। তিনি বলেছেন, শৈশব থেকেই সবাই এটার স্বপ্ন দেখে। সবকিছু পাওয়ার জন্য আমি ভাগ্যবান। যে অপূর্ণতাটুকু ছিল, তা এখানে পেলাম।
গত বছরই কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে তার দল। বিশ্বকাপের আগামী আসরে বয়স হবে ৩৯। ফলে এটাই তার শেষ বিশ্বকাপ ভাবার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। যদি সেটাই হয়, তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা মেসির জন্য অসাধারণই বলতে হবে। যদিও তিনি এখনো অবসরের কোন সিদ্ধান্ত নেননি। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরো কিছুদিন থাকতে চান ফুটবল আর সবুজ ঘাসের সাথে।
কোন মন্তব্য নেই