টফি অ্যাপে বিশ্বকাপ ফাইনাল দেখেছে দেড় কোটি দর্শক
আগে সাধারণত টিভিতেই ফুটবল খেলা দেখলেও এবার বাংলাদেশে লাখো লাখো দর্শক বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম বেছে নিয়েছে। বাংলাদেশে ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ এর একমাত্র লাইসেন্সপ্রাপ্ত মোবাইল সম্প্রচারকারীর স্বত্ব নিয়েছিল বাংলালিংক। টেলিকম কোম্পানিটি তাদের ডিজিটাল বিনোদনের অ্যাপ টফিতে এ মেগা ইভেন্টটি লাইভ স্ট্রিম করেছে। ফুটবল ভক্তরা যেকোনো নেটওয়ার্ক থেকে বিশ্বকাপের সব ম্যাচ টফি-তে উপভোগ করেছে। এছাড়া বড় পর্দায় বিশ্বকাপ নিয়ে আসতে, ও দর্শকদের আরও স্বাচ্ছন্দ্যের সাথে খেলা দেখার অভিজ্ঞতা দিতে ভিশন, ওয়ালটন এবং র্যাংগসের মতো শীর্ষস্থানীয় স্মার্ট টিভি ব্র্যান্ডগুলির সাথে চুক্তিবদ্ধ হয় টফি।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, "ভবিষ্যৎমুখী একটি ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে আমরা মানুষের খেলা দেখার ধরণে যে পরিবর্তন এসেছে, সেটিকে বিবেচনা করেছি। আমরা দর্শকদেরকে নিজেদের মতো করে খেলা উপভোগের সুযোগ দিয়েছি টফিতে।
কোন মন্তব্য নেই