রোনালদোকে ছাড়িয়ে ইনস্টাগ্রামে মেসির নতুন রেকর্ড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রোনালদোকে ছাড়িয়ে ইনস্টাগ্রামে মেসির নতুন রেকর্ড


বিশ্বকাপের ফাইনাল জোড়া গোল করে এক আসরে গ্রুপ ও নক আউট পর্বের সবগুলো ম্যাচেই গোলের নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। কিন্তু এখন তিনি মাঠের বাইরে নতুন এক রেকর্ড গড়েছেন। ক্যারিয়ারে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে তিনি পিছনে ফেলেছেন।


বিশ্বকাপ জয়ের পর মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন’। তার এই পোস্টে ৪৩ মিলিয়ন লাইক পড়েছে। একজন্য খেলোয়াড় হিসেবে এটাই ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইক পাওয়ার রেকর্ড। এর আগে বিশ্বকাপের শুরুতে পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে মেসির সাথে তাকে দাবা খেলতে দেখা যাচ্ছে। সোমবার পর্যন্ত রোনালদোর এ পোস্টটি ৪১.৯ মিলিয়ন লাইক পেয়েছিল।


মেসি ওই পোস্টে লিখেছেন, ‘আমার পরিবার, সমর্থক এবং যারা আমাদের ওপর ভরসা রেখেছেন- তাদের সবাইকে ধন্যবাদ। আমরা আবারো প্রমাণ করতে পেরেছি- যখন আমরা একসঙ্গে এবং একতাবদ্ধ হয়ে লড়াই করি তখন আমরা যেকোনো কিছু করতে সক্ষম। পুরো কৃতিত্ব এ দলটির, যা ব্যক্তিগত স্বার্থ থেকে অনেক ওপরে।’


রেকর্ড ব্রেকিং ক্যারিয়ারে ফুটবলের সর্বোচ্চ শিরোপাটি এতদিন পাওয়ার সৌভাগ্য হয়নি মেসির। দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ৮৯ হাজার দর্শকের উপস্তিতিতে কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে সেই অধরা শিরোপাটি হাতে তুলেছেন মেসি।

কোন মন্তব্য নেই