বেইজিংয়ে রেনেসাঁসের চিপ কারখানা বন্ধ ঘোষণা
গাড়ির জন্য চিপ উৎপাদনে বিশ্বের অন্যতম প্রতিষ্ঠান রেনেসাঁস। প্রতিষ্ঠানটি ১৬ ডিসেম্বর কারখানার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। শিল্প-কারখানার মেশিন ও গৃহস্থালি বৈদ্যুতিক পণ্যে ব্যবহূত সেমিকন্ডাক্টর এ কারখানায় তৈরি করা হয়। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, যে পরিমাণ উপাদান বা যন্ত্রাংশ মজুদ রয়েছে সেগুলো ব্যবহারের মাধ্যমে রেনেসাঁস লোকসান কাটিয়ে উঠতে পারবে। পাশাপাশি কারখানা বন্ধ থাকলেও তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
কিন্তু তার পরেও কভিড-১৯ মহামারী ও বিধিনিষেধের কারণে যে চীনে বিদেশী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে সেটি সহজেই দেখা যাচ্ছে। সম্প্রতি মহামারীর সংক্রমণ উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে। চীনের প্রধান শহর থেকে শুরু করে বেইজিংয়ের শিল্পাঞ্চল ও সাংহাইয়ের আর্থিক জোনেও ছড়িয়ে যাচ্ছে।
বিশ্বের বিভিন্ন গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইক্রোকন্ট্রোলারে যে চিপ ব্যবহার করে রেনেসাঁস সেগুলোর এক-তৃতীয়াংশ তৈরি করে। জাপানের বিভিন্ন বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানের মতো চীনে রেনেসাঁসের কারখানা রয়েছে। ফলে কোনো কারণে চীনে থাকা কারখানায় উৎপাদন ব্যাহত হলে তা জাপানের গাড়ি উৎপাদনকারীদের কার্যক্রমে প্রভাব ফেলবে। কার্যক্রম পরিচালনার বিষয়ে টয়োটা মোটর ও নিশান মোটরের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই