হ্যাক হওয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পাওয়ার উপায় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হ্যাক হওয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পাওয়ার উপায়


তথ্যপ্রযুক্তির বর্তমান যুগে হ্যাকারদের আক্রমণ ও পদ্ধতি পরিবর্তিত হচ্ছে। আর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় আক্রমণের হারও বাড়ছে। এসব প্লাটফর্মের মধ্যে মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম অন্যতম। বর্তমানে এখানকার ব্যবহারকারীরাও সাইবার হামলার শিকার হচ্ছে। তবে ব্যবহারকারীরা চাইলে সহজে হ্যাক হওয়া অ্যাকাউন্ট ফিরে পাবে। খবর দ্য ভার্জ।


অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলেও এখন আর কোনো চিন্তা নেই। অ্যাকাউন্ট ফিরে পাওয়ার একটি সহজ পন্থা নিয়ে হাজির হয়েছে ইনস্টাগ্রাম। সম্প্রতি প্লাটফর্মটি একটি বৈশিষ্ট্য যোগ করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সুযোগ পাবে।


ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে তা পুনরুদ্ধারের জন্য ফোন বা ডেস্কটপ থেকে ব্রাউজার খুলে ইনস্টাগ্রাম ডটকম/হ্যাকড সাইটে ভিজিট করতে হবে। সেখান থেকে ব্যবহারকারীর হ্যাক হওয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবে সংস্থা। একটি ব্লগপোস্টে এমনটাই জানিয়েছে ইনস্টাগ্রাম।


কোনো ব্যবহারকারী যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে সমস্যার সম্মুখীন হয় তাহলে সেলফোন বা ডেস্কটপ থেকে ইনস্টাগ্রাম ডটকম/হ্যাকড লিখে সেখানে প্রবেশ করতে হবে। সেখানে প্লাটফর্মের পক্ষ থেকে একাধিক অপশন দেখানো হবে। যদি মনে হয় অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে তাহলে সে অনুযায়ী অপশন বেছে নিতে হবে। এছাড়া একজন ব্যবহারকারী ফরগট ইওর পাসওয়ার্ড, লস্ট অ্যাকসেস টু টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবলড অপশনগুলোর যেকোনো একটি বেছে নিতে পারবে। অ্যাকাউন্টে কী সমস্যা হচ্ছে, সে অপশনটা বেছে নিলে তার পর থেকে ধাপে ধাপে পদ্ধতিগুলো অনুসরণ করে নিলেই হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার হবে।

কোন মন্তব্য নেই