ইন্টারনেটের ডাউনলোড গতি বেড়েছে ভারতে
অন্যদিকে মিডিয়ান মোবাইল ডাউনলোড গতির হিসাবে অক্টোবরে ১১৩তম অবস্থান থেকে আট ধাপ এগিয়ে ১০৫তম স্থানে এসেছে ভারত। মোবাইলে মিডিয়ান ডাউনলোড গতিতে বাংলাদেশ ৭ ধাপ এগিয়ে ১১৯ এ এসেছে। গতি প্রতি সেকেন্ডে ১৩ দশমিক ৯৫ মেগাবিট। ফিক্সড ব্রডব্যান্ডে তিন ধাপ এগিয়ে ১০২ এ এসেছে। যেখানে গতি প্রতি সেকেন্ডে ৩৪ দশমিক ৮৫ মেগাবিটস। মিন মোবাইল ডাউনলোডে প্রতি সেকেন্ডে ২০ দশমিক ৫৪ মেগাবিট গতি নিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১২৮। অন্যদিকে ব্রডব্র্যান্ডে ৫২ দশমিক ৫৬ মেগাবিট গতি নিয়ে এক ধাপ পিছিয়ে দেশের বর্তমান অবস্থান ১০৭।
নেটওয়ার্ক ইন্টেলিজেন্স কোম্পানি ওকলা প্রকাশিত নভেম্বরের বৈশ্বিক স্পিডটেস্ট সূচকে দেখা যায়, অক্টোবরে মোবাইল ডাউনলোডের মিডিয়ান গতি ছিল ১৬ দশমিক ৫০ এমবিপিএস। নভেম্বরে ডাউনলোড গতি ১ দশমিক ৭৫ এমবিপিএসেরও বেশি বেড়েছে। মিন ডাউনলোড গতির হিসাবে সেপ্টেম্বরের ২০ দশমিক ৭১ থেকে বেড়ে নভেম্বরে ৫০ দশমিক ২৬ এমবিপিএস হয়েছে। অন্যদিকে, ফিক্সড ব্রডব্যান্ডের মিডিয়ান ডাউনলোড গতি ৪৮ দশমিক ৭৮ থেকে বেড়ে ৪৯ দশমিক শূন্য ৯ এমবিপিএসে উত্তীর্ণ হয়েছে। র্যাংকিং এক ধাপ এগিয়ে ৭৯তম হয়েছে। আবার ফিক্সড ব্রডব্যান্ডের মিন গতির ক্ষেত্রে অক্টোবরের ৭৫ দশমিক ৯৪ থেকে বেড়ে ৭৭ দশমিক ৭৩ এমবিপিএস হয়েছে। সূচকটি ওকলার স্পিডটেস্ট পরিষেবা ব্যবহারীদের ইন্টারনেট স্পিডটেস্টের তথ্যের ওপর ভিত্তি করে প্রতি মাসে প্রকাশ করা হয়। সূচকে দেখা যায়, মিডিয়া ডাউনলোডের গতি সবচেয়ে বেশি কাতারে। ফিক্সড ব্রডব্যান্ডে গতির শীর্ষে চিলি।
কোন মন্তব্য নেই