ভারতের জিসেভেন সিআর অধিগ্রহণ করল নভেনটিক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারতের জিসেভেন সিআর অধিগ্রহণ করল নভেনটিক



ভারতের ক্লাউডভিত্তিক পরিষেবা প্রতিষ্ঠান জিসেভেন সিআর টেকনোলজিস অধিগ্রহণ করেছে নভেনটিক। নভেনটিক বৈশ্বিক পর্যায়ে ডিজিটাল রূপান্তর ও সাইবারনিরাপত্তা সমাধান দেয়। তবে অধিগ্রহণে প্রদানকৃত অর্থের পরিমাণ জানা যায়নি। এ অধিগ্রহণের মাধ্যমে ভারতে মাইক্রোসফট সলিউশন প্রদানের দিক থেকে নভেনটিক নিজেদের অবস্থান আরো মজবুত করল। বেঙ্গালুরুতে অবস্থিত জিসেভেন সিআর ভারতের ৬০০-এর বেশি গ্রাহকের সঙ্গে কাজ করে। অধিগ্রহণের ফলে এখানকার ২০০ পেশাদার কর্মী নভেনটিকে যুক্ত হবে। গ্যাজেটসনাউ

কোন মন্তব্য নেই