পশ্চিমা পোশাকে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পশ্চিমা পোশাকে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ


 বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সম্প্রতি ভিন্নধর্মী অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘ইনসাফ’-এ অভিনয় করে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। সিনেমায় নায়িকা হিসেবে তার অভিনয় দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। তবে এবার তিনি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন তার নতুন লুকে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ফারিণের কিছু ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, তিনি ওয়েস্টার্ন আউটফিটে উপস্থিত হয়েছেন। কালো সিকুইন সজ্জিত ক্রপ টপ এবং হাইওয়েস্ট বটমে তিনি যেন হয়ে উঠেছেন পুরোদমে একজন গ্ল্যামার গার্ল। তার লুকে মেকআপ, ঝলমলে সিকুইনের শ্রাগ, সাদা পাথরের ঝুলন্ত দুল এবং মাথায় কালো চশমা একে আরও মোহনীয় করেছে।

ফারিণ শুধু বাংলা সিনেমাতেই নয়, ওপার বাংলার সিনেমাতেও অভিষেক করেছেন। এছাড়াও তার ন্যাচারাল লুক ও সাদামাটা সাজ ভক্তদের মধ্যে বিশেষ জনপ্রিয়। নতুন গ্ল্যামার লুকটি দেখে ভক্তরা মুগ্ধ হয়েছেন এবং প্রশংসা ও ভালোবাসা প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই