রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা, টি-বাঁধে চলাচল বন্ধ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা, টি-বাঁধে চলাচল বন্ধ

 



নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে ফুলে-ফেঁপে ওঠা পদ্মা নদীর পানি বিপৎসীমার মাত্র ৭৩ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। পানি ক্রমশ বাড়তে থাকায় শহরের শ্রীরামপুর এলাকার টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। সরিয়ে নিতে বলা হয়েছে ভাসমান দোকানপাট।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টায় পদ্মার পানির উচ্চতা রেকর্ড করা হয় ১৭.৩২ মিটার এবং সন্ধ্যা ৬টায় বেড়ে দাঁড়ায় ১৭.৩৯ মিটার। বিপৎসীমা এখানে ১৮.০৫ মিটার

পাউবোর গেজ রিডার এনামুল হক জানান, গত জুলাই থেকে নদীর পানি ধারাবাহিকভাবে বাড়ছে। কয়েক দিন ধরে প্রতিদিন ১০–২০ সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। প্রতিবছরের মতো এবারও পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাঁধের ক্ষতির আশঙ্কায় চলাচল বন্ধ করা হয়েছে।

টি-বাঁধটি পুলিশ লাইনস-সংলগ্ন শ্রীরামপুর এলাকায় অবস্থিত। ইংরেজি ‘টি’ বর্ণের মতো আকৃতির এই বাঁধ শহরের বড় অংশকে স্রোতের আঘাত থেকে রক্ষা করে। পানি কমলে আবার চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে পাউবো।


কোন মন্তব্য নেই