গাজীপুরে ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, জনতার গণধোলাই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গাজীপুরে ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, জনতার গণধোলাই

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গাজীপুরে ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, জনতার গণধোলাই


টাইমস এক্সপ্রেস ২৪

গাজীপুরের শ্রীপুরে ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক শিক্ষক মো. মহসিন (৩৫) নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থিত দারুণ হিকমাহ্ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের অভিযোগ অনুযায়ী, শিশুটি ওই মাদ্রাসার আবাসিকে থেকে নূরানী বিভাগে পড়াশোনা করছিল। শুক্রবার দুপুরে কোনো এক সময় শিক্ষক মহসিন তাকে বলাৎকার করেন। বিকেলে শিশুটি বাড়ি ফেরার পর বিষয়টি তার দাদা ও বাবাকে জানায়।

পরিবারের সদস্যরা পরে মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে গণধোলাই দেন এবং মাওনা চৌরাস্তা পুলিশ বক্সে সোপর্দ করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা রাত ৯টার দিকে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রীপুর থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু বিক্ষোভ বেড়ে গেলে রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, “অভিযুক্ত শিক্ষককে থানায় আনা হয়েছে। শিশুর পরিবার লিখিত অভিযোগ দিয়েছে, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

কোন মন্তব্য নেই