নিষেধাজ্ঞা শেষ হতে ১২ ঘণ্টা বাকি, বরগুনায় ইলিশ শিকারে ব্যস্ত জেলেরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নিষেধাজ্ঞা শেষ হতে ১২ ঘণ্টা বাকি, বরগুনায় ইলিশ শিকারে ব্যস্ত জেলেরা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত



নিষেধাজ্ঞা শেষ হতে ১২ ঘণ্টা বাকি, বরগুনায় ইলিশ শিকারে ব্যস্ত জেলেরা



২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হতে এখনও ১২ ঘণ্টা বাকি, তার আগেই বরগুনার নদ-নদীতে ইলিশ শিকারে নেমে পড়েছেন শত শত জেলে। শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকেই বিষখালি, পায়রা ও বলেশ্বর নদীতে চলছে অবৈধভাবে ইলিশ ধরা।

সকাল ১০টার দিকে বরগুনা সদরের বড়ইতলা এলাকার বিষখালি নদীতে দেখা যায়—দেড়শরও বেশি ইঞ্জিনচালিত নৌকায় জেলেরা অবৈধ কারেন্ট জাল ফেলে নির্বিচারে মা ইলিশ শিকার করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিষেধাজ্ঞা শেষ হতে কয়েক ঘণ্টা বাকি থাকলেও অসাধু জেলেরা প্রশাসনের নজর এড়িয়ে মাছ শিকার করছেন। এ সময় মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড বা স্থানীয় প্রশাসনের কোনো উপস্থিতি দেখা যায়নি বলেও অভিযোগ করেন তারা।

বড়ইতলা এলাকার বাসিন্দা সুলতান মিয়া বলেন, “শত শত ট্রলার নিয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করছে জেলেরা। কেউ বাধা দিতে গেলেই উল্টো খারাপ ব্যবহার করে। মৎস্য বিভাগ বা প্রশাসনের কাউকে দেখা যায়নি।”

একই চিত্র দেখা গেছে আমতলী ও তালতলী উপজেলার পায়রা ও বলেশ্বর নদীতেও। সকাল থেকেই কয়েক হাজার জেলে ইলিশ শিকারে ব্যস্ত ছিলেন।

আমতলীর চলাভাঙ্গা এলাকার বাসিন্দা জাফর খান বলেন, “নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই মাছ ধরা শুরু করেছে জেলেরা। মৎস্য অধিদপ্তরকে জানালেও কোনো পদক্ষেপ নেয়নি তারা।”

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, “তথ্য পেয়েছি, অভিযান শুরু করা হবে।”

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বলেন, “ইলিশ সম্পদ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আমরা কঠোরভাবে তা বাস্তবায়নের চেষ্টা করেছি। তবে শেষ দিনে কিছু জেলে নিয়ম ভেঙেছে—তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


কোন মন্তব্য নেই