নোয়াখালীতে ছোট ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তার এক বছরের জেল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নোয়াখালীতে ছোট ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তার এক বছরের জেল

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 নোয়াখালীতে ছোট ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তার এক বছরের জেল



নোয়াখালী প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারি ইউনিয়নের ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড-এর দুই কর্মকর্তাকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ অক্টোবর) রাতে অভিযান পরিচালনা করে এই রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম

দণ্ডপ্রাপ্তরা হলেন—প্রতিষ্ঠানটির ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নুর নবী (৩৮) এবং সাইট ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল (৩২)

সূত্রে জানা গেছে, চরহাজারি ইউনিয়নের তেল্লারঘাট এলাকা থেকে দনিপাড়া কানেক্টিং ব্রিজ নির্মাণকাজে ব্যবহারের জন্য ড্রেজার মেশিন দিয়ে ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলন করছিল ঠিকাদারি প্রতিষ্ঠানটি। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ইউএনও দুই কর্মকর্তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ১.৫ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয় এবং একটি ইঞ্জিন জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক ক্ষতিকর। সরকারি অনুমতি ছাড়া কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন কাজের নামে কেউ আইন ভঙ্গ করলে তাদেরও ছাড় দেওয়া হবে না।”

অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, বাংলাদেশ সেনাবাহিনী, কোম্পানীগঞ্জ থানা পুলিশআনসার সদস্যরা

কোন মন্তব্য নেই